February 5, 2025, 6:36 am
মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- শুক্রবার (১৬ ডিসেম্বর) ২০২২ স্থানীয় সময় দুপুর ২টা – ৪টা মালদ্বীপের রাজধানী মালে ক্রিকেট গ্রাউন্ড মাঠে, মালদ্বীপ বনাম বাংলাদেশ টি২০ প্রীতি ক্রিকেট ম্যাচ, মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে হাইকমিশন কর্তৃক একটি টি২০ প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপের পররাষ্ট্র সচিব জনাব আহমেদ লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার, জাপানের এম্বাসেডর, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, চীন, আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধিগন, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাগন।
উল্লেখ্য বাংলাদেশ বনাম মালদ্বীপ টি২০ প্রীতি ক্রিকেট ম্যাচ খেলায় বিজয়ী লাভ করেন মালদ্বীপ জাতীয় ক্রিকেট দল স্থানীয় সময় বিকাল ৫ঃ০০ ঘটিকায় বিজয়ী ম্যাচটিতে মালদ্বীপ জাতীয় ক্রিকেট দল বিজয়ী অর্জন করায় পুরস্কার তুলে দেন মালদ্বীপের পররাষ্ট্র সচিব মোহাম্মদ আহমেদ লতিফ, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এবং উপস্থিত অতিথিবৃন্দু। এই টি২০ প্রীতি ক্রিকেট ম্যাচ বিজয়ীদের হাতে টপি তুলে দেওয়া পর সংক্ষিপ্ত ভাবে বাংলাদেশের মহান বিজয় দিবস এর ইতিহাস তুলে ধরেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার।
বাংলাদেশর জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোঃ সামিম পাটোয়ারী এই খেলায় অংশ গ্রহণ করেন।
খেলা দেখতে আসা আরও উপস্থিত অতিথিবৃন্দুরা হলেন
,ডাঃ মোক্তার আলী লস্কর, মালদ্বীপ আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব দুলাল মাতব্বর, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হাজী সাদেক, সহসভাপতি মোঃ ফাইজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম রিন্টু, মোঃ আনিসুর রহমান, মোঃ নূরে আলম ভূইয়া, প্রবাসী বাংলাদেশী এবং মালদ্বিভিয়ান, বিভিন্ন সংগঠন এর নেত্রবিন্দু।