August 25, 2025, 9:54 am
লক্ষ্মীপুর প্রতিনিধি: এলজিইডির উদ্যোগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৃথক দুইটি সড়কের উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন। বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কালাকুরুল্লা কামানখোলা রোড উদ্বোধন ও চররুহিতা ইছাগোতেমুহনী থেকে রানিরহাট সড়কটি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহে আলম পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার, তাফাজ্জল হোসেন ফিরোজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, যুবলীগ নেতা মাহুবুল হক মাহবুব, শ্রমিক লীগ নেতা বেল্লাল ক্বারী সহ আরে অনেকে।