আশুলিয়ার ইয়ারপুর ইউপি নির্বাচনে ঘোড়া মার্কা চেয়ারম্যান প্রার্থী বকুল ভুঁইয়া’র প্রচারণা চলমান

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ঘোড়া মার্কা স্বতন্ত্র প্রার্থী বকুল ভুঁইয়ার প্রচারণা চলমান রয়েছে বলে এলাকাবাসী জানান। বকুল ভুঁইয়া আশুলিয়ার জামগড়া ভুঁইয়া বাড়ির কফিল উদ্দিন ভুঁইয়া’র বড় ছেলে।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে (স্বতন্ত্র) ঘোড়া মার্কা’র চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বকুল ভুঁইয়া বলেন, আমাকে যদি এলাকাবাসী ঘোড়া মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন, প্রথমে এলাকার মাদক সন্ত্রাস দমন করবো, এলাকার রাস্তা ও ড্রেনের সুব্যবস্থা করবো। তিনি আরও বলেন,বর্ষার সময় বৃষ্টি হলে অনেক রোডে হাটু পানি হয়, আমি চেয়ারম্যান হলে এসব সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করবো, আর জনগণের চাহিদামতো সেবা করার চেষ্টা করবো।
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার দীর্ঘদিন যাবৎ অসুস্থ থেকে ভারতের চেন্নাইয়ে এ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, তাঁকে বাংলাদেশে আনার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়, গত (২৮ অক্টোবর ২০২২ইং) বিকেল ৩টা ৫৮মিনিটে তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুর পর উক্ত ইউনিয়নটির উপ-নির্বাচন ঘোষণা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *