May 13, 2025, 8:39 am
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা; যথাযথ মর্যাদার মধ্যদিয়ে বুধবার ১৪ ডিসেম্বর বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলার গাভা নরেরকাঠী বধ্যভূমি স্মৃতি স্তম্ভে সকাল ৮ টায় প্রথমে স্থানীয় এমপি মোঃ শাহে আলম, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক, উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে ফুলের শুভেচ্ছা জানান।
স্মৃতি স্তম্ভের চত্ত্বরে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক সভাপতিত্ত্ব করেন। আলোচনায় অংশ নেন প্রধান অতিথি স্থানানীয় এমপি মোঃ শাহে আলম, মুক্তিযোদ্ধের সময়ে বেস কমান্ডার বেণী লাল দাস গুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, বানারীপাড়া কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, আওয়ামীলীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, অধ্যাপক মোঃ জাকির হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আ: জলিল ঘরামী প্রমুখ।
একই দিন দুপুরে উপজেলা প্রশাসন পরিষদ মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। উপজেলা নির্বহী অফিসার ফাতিমা আজরিন তন্বী সভাপতিত্ব করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#