পটিয়ায় নজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিনিধি,পটিয়া॥ পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে
খাদ্য সামগ্রী ও বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে
উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকার মাঠে ১৫০ পরিবারকে খাদ্য
সামগ্রী ও বীজ বিতরণ করা হয়। স্থানীয় বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেমের
সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন নজির আহমদ
দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মো. মোরশেদ।
বিশেষ অতিথি ছিলেন- কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ আলী, গাজী
আলী আজগর, ফাউন্ডেশনের মুখপাত্র ইউসুফ খান, অর্থ সচিব নজরুল ইসলাম,
দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের। আলোচনা সভা শেষে
কাশিয়াইশ ইউনিয়নের ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বিভিন্নজাতের বীজ
বিতরণ করা হয়।
বক্তারা বলেন- নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন
চৌধুরী জীবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলার ১৭ ইউনিয়ন ও
একটি পৌরসভায় খাদ্য সামগ্রী, বিভিন্ন জাতের বীজ বিতরণ ছাড়াও অসুস্থ রোগীর
চিকিৎসায় সহযোগিতা করছেন। যা চলমান থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *