February 5, 2025, 2:09 pm
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় সামাজিক সেবা কার্যক্রমে দরিদ্র মানুষের জন্য বরাদ্দ বৃদ্ধি ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনা বিষয়ে, সামাজিক নিরীক্ষা কার্যক্রম উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে নাচোল সদর ইউনিয়ন পরিষদ চত্বরে, হেকস্/ইপার এর সহযোগিতায় ও রিভাইভ প্রকল্প, ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রৌফ, বীর মুক্তিযোদ্ধা বিপেন মাহাতো, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মোঃ আলতাফুর রহমান, নাচোল উপজেলা অফিসার প্রহল্লাদ রায়, সিডিও মোসাঃ মেহেরুন নেহা, শ্যামলী রাণী, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইমাম, উপকার ভোগী সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।