বানারীপাড়া ডিগ্রি কলেজের নতুন সভাপতি আনিসুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥ বানারীপাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ডেসকোর পরিচালক আনিসুর রহমান কলেজ শিক্ষক, কমিটির সদস্যদের সাথে ১১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় মতবিনিময় করেন। কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমসহ শিক্ষকরা এসময় তাকে ফুলেল শুভেচ্ছায় জানান। নতুন সভাপতি বলেন, ঐতিহ্যবাহী বানারীপাড়া ডিগ্রি কলেজকে মডেল কলেজ এবং বিশ্ব বিদ্যালয় কলেজে উন্নীত করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষিত
এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি বলেন, এরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিণির্মান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুন-উর-রশিদ স্বপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়ার সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সাইফুল ইসলাম শান্ত ও মাষ্টার সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মাষ্টার, কলেজের উপাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন খান।#

বানারীপাড়ায় এনজিও বিষয়ক উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বানারীপাড়া প্রতিবেদক।।
সোমবার ১২ ডিসেম্বর বানারীপাড়ায় এনজিও বিষয়ক উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সকাল ১০ ইউএনও ফাতিমা আজরিন তন্বী সভাপতিত্ব করেন। এসময় নবাগত ইউএনওকে এনজিও সমন্বয় পরিষদের পক্ষে থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত বানারীপাড়ায় কর্মরত সংস্থা প্রধানগণ স্ব স্ব পরিচিতি এবং কাযাক্রম উপস্থাপন করেন। সভায় আলোচনা করেন সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সভার সঞ্চালক ও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, কারিতিস এরিয়া ম্যনেজার আবু হানিফ, ব্র‍্যাকের লিপী ঘরামী, আশার ম্যনেজার মোঃ আজম, গ্রামীন সমাজের ম্যানেজার মোঃ জাকির হোসেন, জাগরণী চক্রের মোঃ খাইরুল ইসলাম, কোডেক ম্যানেজার মোঃ জাকির হোসেন, বুরো ম্যানজার মোঃ রহিম শিকদার, রুপান্তরের বিলকিস খানম। প্রমূখ#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *