August 28, 2025, 4:45 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হা-মলার ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের নি-ন্দা রাকসু নির্বাচনের তারিখ পেছা-লো ও ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর আশুলিয়ায় মা-দক কা-রবারি আলফাজ গ্রুপের অ-ত্যাচারে অ-তিষ্ঠ এলা-কাবাসী, থানায় জিডি সিরাজগঞ্জ শহরে ব্যবসায়ীর বাড়িতে দু-র্ধর্ষ চু-রির ঘটনায় দুইজন গ্রে-ফতার-১৫ ভরি স্বর্ণ উ-দ্ধার আশুলিয়ায় বিপুল পরিমাণ জা-ল টাকাসহ দুই জনকে গ্রেফ-তার করেছে থানা পুলিশ মোরেলগঞ্জে ডরপ ইভলভ প্রকল্পের স-মাপ্তি ও টেকস-ইকরণে প-রামর্শ ক-র্মশালা তারাগঞ্জে ভূ-ল চিকিৎসায় গরুর মৃ-ত্যু- বি-চার চায় খা-মারী চট্টগ্রামএ আঞ্চলিক টি ২০ টুর্নামেন্ট উ-দ্বোধনী ম্যাচে ফরটিস কুমিল্লা জে-লা দলের জয় স্কুল শিক্ষকের ওপর হা-মলার প্র-তিবাদে রাঙ্গাবালীতে সব স্কুল-কলেজের ক্লাস ব-র্জন করে মা-নববন্ধন যে বয়সে বই-খাতা হাতে স্কুলে থাকার কথা, সেই বয়সে অটো-রিকশার স্টি-য়ারিং হাতে শি-শুদের
পেয়ারা বাগানের পতিত জমিতে সবজি উৎপাদনে উজ্জ্বল দৃষ্টান্ত

পেয়ারা বাগানের পতিত জমিতে সবজি উৎপাদনে উজ্জ্বল দৃষ্টান্ত

মোঃ হায়দার আলী রাজশাহী থেকে ।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত এক গ্রাম ফুলবাড়ি। এ গ্রামের কৃষি অনেক উন্নত, আধুনিক এবং প্রযুক্তি নির্ভর। কৃষক মো.আল্লাম হোসেন এর লাউ বাগান দেখে মন জুড়িয়ে যায়। তিনি ২ বিঘা ১০ কাঠা জমিতে পেয়ারা বাগানের পতিত জমিতে মাচা করে পটল, লাউ ও মাটিতে বাধাঁকপি চাষ শুরু করেন।

কৃষক মোঃ আল্লাম হোসেন দীর্ঘ দিন ধরে কৃষি কাজ করেন, এবারই প্রথম উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার এর পরামর্শে পেয়ারা বাগানের পতিত জমির ফাঁকা যাওগায় একই জমিতে মাটিতে বাধাঁকপি, মাচায় পটল, লাউ চাষ শুরু করেন। এতে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। প্রতিদিন অনেক লোক তার এই পেয়ারা বাগানের পতিত জমিতে এতগুলো ফসল চাষ করা যায় তা দেখে বিস্ময় প্রকাশ করেন। এতে করে নিরাপদ ও পুষ্টিকর টাটকা ফলমূল ও সবজির নিশ্চয়তা হয়। তিনি পেয়ারা বাগানের পতিত জমিতে বিভিন্ন ধরনের নিরাপদ সবজি চাষ শুরু করেন। তার চাষকৃত সবজিগুলোর মধ্যে বেগুন, ওল, মরিচ, লাউ উল্লেখযোগ্য।

একদিকে যেমন তার পরিবারের পুষ্টি চাহিদা পূরন হয় আবার প্রতিবেশিদের পুষ্টির চাহিদা তিনি পূরনে সহযোগিতা করেন । অতিরিক্ত শাক সবজি বাজারে বিক্রি করে তিনি আর্থিকভাবে লাভবান হন। চাষি মোঃ আল্লাম হোসেন এর ২.৫ বিঘা মাচায় উৎপাদিত লাউ,পটল,বাধাঁকপি ইতিমধ্যে ট্রাকে করে রাজধানী ঢাকার কাওরন বাজারে বিক্রি শুরু করেছেন। তার দেখাদেখি অন্য সব চাষিরাও আম বাগানের পতিত জমিতে লাউ,বাঁধাকপি, ফুলকপি, বেগুন, পটল, পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের সবজি চাষ শুরু করেছেন।ফলে তাদের নিজের ও পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। উপজেলার পালপুর ধামিলার কৃষক মোঃ মনিরুল ইসলামের ও পালপুরের মোঃ সাহাবুদ্দিন আম বাগানের পতিত জমিতে সবজি চাষ করেছেন। কৃষি বিভাগ তাদের সব ধরণের সহযৌগিতা করছেন।
শুধু উৎপাদন করেই শেষ নয়, নিরাপদ সবজি উৎপাদন, পতিত জমির সর্বোত্তম ব্যবহার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুষম সার ব্যবহার,জৈব সার, ছাই, জৈব বালাই নাশক, সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ও রাসায়নিক সারের সীমিত ব্যবহারের মাধ্যমে এখানকার কৃষি এগিয়ে চলেছেন দূর্বার গতিতে।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD