চিত্র নায়ক শাকিল খাঁন মোংলা-রামপালে, সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তিনি

বায়জিদ হোসেন।।
মোংলা প্রতিনিধি
চিত্র নায়ক শাকিল খাঁনের বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি সম্বলিত প্যানায় ছেয়ে গেছে মোংলা বন্দর ও পৌর শহর। মোংলা-রামপালের (বাগেরহাট-০৩ সংসদীয় আসনের) বিভিন্নস্থানে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীর পাশে দাড়ানো শাকিল খাঁনের ছবিসহ এ প্যানা। এ প্যানাগুলো সোমবার সাটানো হয়েছে মোংলায়। শাকিল খাঁন বিগত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন (মোংলা-রামপাল) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন।
চিত্র নায়ক শাকিল খাঁন সোমবার রাত পৌনে ৮টার দিকে সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমি মনোনয়ন দাখিল করেছিলাম। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন আমাকে বিবেচনায় রাখেননি, হয়তো সামনের বিবেচনায় রেখেছেন। আগামীতেও আমি মনোনয়ন প্রত্যাশী, প্রধানমন্ত্রী যদি আমাকে দিয়ে কাজ করানো সম্ভব হয় মনে করেন আর যদি মনোনয়ন দেন তাহলে দলের পক্ষ হয়ে কাজ করবো। দলের হয়ে কাজ করে আসছি, ভবিষ্যতেও তা করেই যাবো। মনোনয়ন প্রত্যাশীর পাশাপাশি তার পরিকল্পনা তুলে ধরে তিনি আরো বলেন, মোংলাকে ঘিরে ট্যুরিজম নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু বিগত সময়ে সিনিয়র রাজনীতিবিদেরা তার কিছুই করেননি। এছাড়া বন্দরের শিল্প এলাকায় স্থানীয় শিক্ষিত দক্ষ লোকদের চাকুরীও হয়নি। দীর্ঘদিনে হয়নি মোংলা নদীর উপরের ব্রিজও। তাই এ এলাকাকে ঘিরে আমার অনেক পরিকল্পনা রয়েছে। আমি যদি ওই জায়গায় যাওয়ার সুযোগ পাই তাহলে মোংলার সুন্দরবন ইউনিয়ন ও চিলা ইউনিয়নের জয়মনিতে ট্যুরিজম নিয়ে কাজ করবো, তাতে স্থানীয়রা উপকৃত হবেন। এছাড়া মোংলা ও রামপালে বিভিন্ন ধরণের শিল্প কলকারখানা ছেয়ে গেছে। সেগুলোতে স্থানীয় দক্ষদের আগে চাকুরী দেয়ার আল্টিমেটাম দিবো, আগে স্থানীয়দের সুযোগ দিয়ে পরে বহিরাগতদের সুযোগ দিতে হবে। চলতি মাসেই তিনি মোংলা ও রামপালে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়ে আসবেন বলেও জানিয়েছেন। এছাড়া তিনি কয়েক বছর ধরেই ঈদুল ফিতর, ঈদুল আযহা সহ বিভিন্ন উৎসবে এ এলাকায় এসে সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে আসছেন। চিত্র নায়ক শাকিল খাঁনের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলা গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা গ্রামে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *