January 15, 2025, 11:38 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় এনএসবি ব্রিকস অবৈধ ভাবে দখল করে ফাইভ স্টার ব্রিকস নামে পরিচালনার প্রতিবাদে পাওনাদারগণ মানববন্ধন করেছে। রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার গদাইপুর বোয়ালিয়া মোড়ে এনএসবি ইটভাটায় পাওনাদাররা এ মানববন্ধন করে। এ সময় মোঃ শাহাজাহান সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাববন্ধনে বক্তৃতা করেন, শেখ সরোয়ারদী, আব্দুর রাজ্জাক শেখ, শের আলী গাজী, নূর আলী গাজী, কামরুল সরদার, জামশেদ হোসেন মুন্না, আলতাফ হোসেন, সাত্তার সরদার, রফিকুল সরদার, আব্দুল্লাহ সরদার, ইকবাল সরদার, ইকবল মোড়ল, মিজানুর গাজী, মুজিবর গাজী, হাবিবুর রহমান, মোসলেম গাজী, ফারুক শেখ, শহিদুল সরদার, কদম সরদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি মৌজায় এনএসবি নামে একটি ইটভাটা শাহিনুর রহমান দীর্ঘদিন পরিচালা করে আসছিলো। কিন্তু তিনি ঋণগ্রস্ত হয়ে পড়লে আসাদুল নামে এক ব্যক্তির বায়না পত্র করে টাকা নেয়। এ সুযোগে আসাদুল ভাটাটি দখল করে অন্যত্রে মোটা টাকার বিনিময়ে ভাড়া দেয়। ওই ভাটায় শতধিক মানুষের প্রায় ৩ কোটি টাকা পাওনা রয়েছে। এ ঘটনায় পাওনাদাররা তাদের টাকা ফেরত পেতে বিভাগীয় কমিশনার সহ ৬ দফতরে অভিযোগ করেছে।এ ঘটনায় রোববার সকালে বোয়ালিয়ার মোড়ে পাওনাদাররা একত্রিত হয়ে মানববন্ধন করে।
ইমদাদুল হক,
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।