এস মিজানুল ইসলাম,বিশেষ সংবাদদাতা: বানারীপাড়ায় ২৪ নভেম্বর দ্বিতীয় নারী নির্বাহী অফিসার হিসেবে ফাতিমা আজরিন তন্বী প্রথম কর্মস্থল ঐতিহ্যবাহী বানারীপাড়ায় দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি সংক্ষিপ্ত এক সাক্ষাতকারে এ প্রতিনিধিকে জানান, সরকারের সার্বিক উন্নয়নে মাঠ পর্যায়ের বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে উপজেলার সরকারী অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় রেখে এবং উপজেলার বিশিস্ট জনের কাছ থেকে লব্ধ ইতিবাচক পরামর্শ নিয়ে কাজ করবেন। তিনি বানারীপাড়া উপজেলার শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত জন সম্পদ বিশেষ করে কারিগরি শিক্ষাকে প্রধান্য দিবেন। কৃষির ব্যপারে দেশীয় কৃষিজাত কৃষি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা, নারীদের উন্নয়নে আয়বর্ধক কাজে কর্মসংস্থানে উৎসাহ দেয়া হবে। যাতে করে নিজেরা স্বাবলম্বি হতে পারে। এজন্য স্থানীয় জন প্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন। ইউএনও ফাতিমা আজরিন বলেন, সরকারি সেবা প্রদানে সঠিকভাবে কার্যকর ভূমিকা নেয়া হবে। তিনি জানান, অবৈধ জমি, খাল, পুকুর ইত্যাদি দখল মুক্তের জন্য পদক্ষেপ নেয়া হবে। ভূমিহীন ও ঘরহীনদের সরকারি নীতিমালা অনুযায়ী সেবা প্রদান করা হবে। কেউকে ঘরহীনদের ঘর দিতে গিয়ে ব্যক্তি সম্পত্তি থেকে ভূমিহীন বা ঘরহীন হয়ে না পরে। সে বিষয়টি সতর্কতার সাথে দেখা হবে। তিনি বানারীপাড়াকে আলোকিত উপজেলা গড়তে চান।
ইউএনও ফাতিমা আজরিন ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে ২০১৬ সালের ৬ জুন থেকে ২০১৯ সালের ২৭ জুন পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেন। এর পরে ২০১৯ সালের ৩ জুলাই বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে ২০২০ সালের ৩ মার্চ পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি ২০২০ সালের ৫ মার্চ থেকে ২০২২ সালের ১০ অক্টোবর পর্যন্ত ঢাকায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথমে সহকারি পরিচালক ও উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে বানারীপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
পটুয়াখালীর বাউফল উপজেলার মেধাবী ফাতিমা আজরিন তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরে ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন। তার স্বামী মো. শফিকুল ইসলাম খান ৩২তম বিসিএস ক্যাডার ( শিক্ষা) হিসেবে মাদারীপুর সরকারি কলেজে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী বানারীপাড়ায় দ্বিতীয় নারী উপজেলা নির্বাহী অফিসার। তাঁর পূর্বে ইশরাত জাহান ছিলেন বানারীপাড়ার প্রথম নারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার। তিনি বতামানে সিনিয়র সহকারী সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় কর্মরত আছেন।#
Leave a Reply