September 14, 2025, 1:17 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের রিয়াজুল ভাট্রির সন্তান সাজিদুল অন্যান্য সকলের মতোই স্বাভাবিক জীবনযাপন করছিলো। হটাৎ এক দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সাজিদুলে জীবনের অস্ত নামতে শুরু করে। থেমে যায় মধ্যবিত্ত পারিবারিক সকল আয়ের উৎস। এখন সে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রতিদিন প্রায় ৩০-৪০ হাজার টাকা খরচ হয় তার চিকিৎসায়। বর্তমানে টাকা পয়সার অভাবে তার সমস্ত চিকিৎসা বন্ধের পথে। সাজিদুল সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতার হাত বাড়ানোর দাবী জানিয়ে বলেছেন এই সুন্দর সমাজে আবার আগের মতো বাঁচতে চাই। সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ করতে, হাফিজুর রহমান ভাট্রি (রোগীর চাচা)- 01914506633 (বিকাশ/নগত)।