পাইকগাছা  (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরকে বাইসাইকেল ও সনদ প্রদান করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার লস্কর ইউনিয়নবাসীর পক্ষে স্থানীয় চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন মেধাবী শিক্ষার্থীদের মাঝে উক্ত সনদ ও বাইসাইকেল প্রদান করেন।
উক্ত সনদ ও সাইকেল প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলো, উপজেলার লস্কর-কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী রুকাইয়া সুলতানা, খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নবতোষ কুমার সানা, খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রুদ্র সরকার, ছাত্রী প্রিয়াংকা বৈরাগী, লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার মেধাবী ছাত্র বাপ্পী হোসেন, আলমতলা ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার মেধাবী ছাত্রী শাহনাজ পারভীন ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের মেধাবী ছাত্র আলিফ শরীফ।
বাইসাইকেল ও সনদ প্রদানকালে ইউপি সদস্য জি এম তাজ উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম সানা, মোঃ রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল, দিলীপ কুমার মন্ডল, লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আজগার হোসাইন, খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র মন্ডল, লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক মোঃ হাফিজ, ইউপি সচিব ইকবাল হোসেন, সাবেক ইউপি সদস্য হারুন জমাদ্দার, আলহাজ্ব হারুনার রশিদ গাইন, অজিত কুমার সানা, আমির হোসেন ঢালী, আফিল মোড়ল, আঃ কালাম কাগজী, রুবেল জমাদ্দার, দিনারুল ইসলাম সানা, সালামুন হোসেন ও বাহারুল জমাদ্দার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইমদাদুল হক,
পাইকগাছা,(খুলনা)।

Leave a Reply