অহংমুক্ত সমাজ চাই লিখেছেন আবু নাসের সিদ্দিক তুহিন

অহংমুক্ত সমাজ চাই

-আবু নাসের সিদ্দিক তুহিন

বেঁচে থাকা প্রাণীগুলোর মূল্য যদি সকল মানুষ
সকল প্রাণী বুঝতে পারতো
তবে দুনিয়া পাল্টে যেতো সেই কবে
কোটি কোটি গুণ।

মানুষ তার কৃষ্টি শিল্পকলা সামাজিকতায়
অনন্য এক প্রাণী,কিংবা রহস্যময়
সৃষ্টির রহস্য এখনো অনুমেয়
বৃত্তের বাহিরে চিন্তার বিস্তর জগৎ।

সাহিত্য সংস্কৃতির পথ ধরে দিনদিন ধরিত্রীপুরে
কৃষ্ণ গৌড় প্রাঙ্গণে এখনো মাতিয়ে বেড়ায়
দলবেঁধে হাসি মাখা চেহারা
অপরিচিত পরিচিত মানুষের বন্ধনে।

প্রকৃতি থেকে গভীর শিক্ষা উপকরণ আহরণ
জৈবিক বিশ্লেষণের একটি থেকে আরেকটি রুপ
পৃথিবীর মাটি ভেদ করে ভূমিষ্ট চারা
এখনো ডাক দেয়, হুংকারদিয়ে বলে বাঁচতে চাই।

পাখিরা উড়ালপথ মাড়িয়ে সাগর নদীর মাছকে বলে
ধাবমান হও জনসমুদ্রের দিকে
সুমিষ্টঘ্রাণ কখনো কখনো বিষাক্ত হয়
ফুল ফল সংগ্রহ করে জীবের মানে খোঁজার চেষ্টা মাত্র।

শতাব্দীর পর শতাব্দী আঁধারের ডালি ভেঙে
সূর্যের আলো খোঁজে লোকালয় সকল প্রাণী
দায়বদ্ধতার ঋণের বোঝা কাঁধে ভারাক্রান্ত
সমাজ দায়মুক্ত হতে চায়, সামাজিক কাজেই।

চারপাশে মানুষে মানুষে খেলা চলে চক্র বৃদ্ধির খেলা
যাপিত বাস্তবতার জীবন এখনো সত্য মিথ্যের আড়ালে
পথ ঘাট মাঠ চেয়ে আছে বিবর্তনের অপেক্ষায়
শুধু মানুষ সত্য সভ্য অহংমুক্ত হলেই তবেই শান্তি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *