May 13, 2025, 11:52 am
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। শনিবার ১০ ডিসেম্বর বেলা ১১ টায় বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের উদ্যোগে বানারীপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন পালন করা হয়। এ বছর দিবসটির প্রতি পাদ্য বিষয় “মর্যাদা, ক্ষমা, স্বাধীনতা ও ন্যায় বিচার সবার জন্য” স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে সংস্থার মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক দলের সভাপতি মোঃ রুহুল আমিন মাস্টার। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা হিউম্যান রাইটস প্লাটফরমের সদস্য সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। সংস্থার কমিউনিটি প্যারা লিগ্যাল সদস্য মোঃ মাসুম বিল্লাহর সঞ্চালনায় সভায় আলোচনা করেন আর জে এম এফ সদস্য ফিরোজ বেগম, মোঃ জাহিদ ফারুক, ছাত্রী জেবুন্নেছা, মারজানা প্রমূখ। আলোচনার পূর্বে একটি র্যালী বের করে।#