November 24, 2024, 11:23 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে দীর্ঘ নয় বছর পর মাইনুল ইসলাম স্বপনকে সভাপতি ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে নতুন কমিটি ঘোষণায় দীর্ঘদিন পর আওয়ামী লীগের রাজনীতিতে রাতারাতি নাটকীয় পরিবর্তন ও ফের প্রাণচাঞ্চল্য ফিরেছে। বহুধারায় বিভক্ত নেতাকর্মীরা ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ভুলে একে-অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া না পাওয়া ও মান-অভিমানসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতোদিন নিস্ক্রীয় ছিল তারাও এমপির আহবানে সাড়া দিয়ে নতুন কমিটিকে সামনে রেখে নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। ফলে দীর্ঘিন পর দলটির দলীয় কার্যালয় নেতা ও কর্মী-সমর্থকদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে। অন্যদিকে তৃণমুলের দীর্ঘদিনের দাবি সদর ভিত্তিক নেতৃত্ব,সেটাও প্রদিপ সরকারকে দিয়ে পুরুণ হয়েছে। এদিকে নতুন সম্পাদকের দায়িত্ব নেয়ার পর থেকে প্রদিপ সরকার নিয়মিত সকাল-সন্ধ্যা দলীয় কার্য়ালয়ে বসে বিভিন্ন এলাকার নেতা এবং কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য,নেতৃত্বে কারা এসেছে সেটা বিবেচ্য নয়, দীর্ঘদিন পর আওয়ামী কলঙ্কমুক্ত হয়েছে সেটা বড় পাওয়া। তারা বলেন, আমরা নতুন নেতৃত্ব নিয়ে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নিয়ে পথ চলতে চাই, যেখানে থাকবে না কোনো বেঈমান- বিশ্বাসঘাতক ও নব্য মোস্তাক। অন্যদিকে তৃণমুলের দীর্ঘদিনের দাবি সদর ভিত্তিক নেতৃত্ব সেটা প্রদিপ সরকারকে দিয়ে পুরুণ হয়েছে। তারা এটাকে বড় অর্জন ও ইতিবাচক দিক হিসেবে দেখছেন। এবিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার বলেন, তারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি বলেন, তারা নবীন-প্রবীণ সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চান।তিনি বলেন, আমাদের সবার লক্ষ্য একটাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর হাত শক্তিশালী করা। এদিকে ১৯ জুলাই মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন,মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, বাধাঁইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাচঁন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকারপ্রমুখ