February 5, 2025, 9:53 am
মহিউদ্দীন চৌধুরী।
পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মোঃ ছোটন (১২) তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। সে আশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওম্মত আলী চৌধুরীর বাড়ির আনোয়ার আজিমের পুত্র। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয়। এর পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি।
আজ বুধবার সকালে পটিয়া থানায় এ সংক্রান্তে একটি জিডি করা হয়েছে। জিডি নং ৩৩৭। ছেলেটির গায়ের রং ফর্সা, মুখ মন্ডল গোলাকার, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি।
ছেলের মা মরিয়ম বেগম কান্না জড়িত কন্ঠে জনকণ্ঠকে বলেন তিনি কাজে পটিয়ায় বের হলে ছেলে ছোটন বাড়ি থেকে নিখোঁজ হন৷ এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি জিডি করেন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে।