নওগাঁয় দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু

রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আনুষ্ঠানিক ভাবে দূর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় শহরের চকপাথুরিয়া এলাকায় কমিশনের অফিস চত্বরে জাতীয় পতাকা, দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং ফিতা কেটে দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করেন দূর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক ( প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ।

এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং মহা- পরিচালক দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তলোন করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ উপলক্ষ‍্যে এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রশাসক খালিদ মেহেদী হাসান।

আলোচনাসভায় প্রধান অতিথি দূর্নীতি দমন কমিশনের মহা- পরিচালক জিয়াউদ্দিন আহমেদসহ বিশেষ অতিথি দূর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক মো: কামরুল আহসান, নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জয়পুরহাট মো: মহি উদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার জয়পুরহাট ফারজানা হোসেন বক্তব‍্য রাখেন।

নওগাঁয় স্থাপিত দূর্নীতি দমন কমিশনের সমন্বিত এই কার্যালয় নওগাঁ ও জয়পুরহাট জেলায় কার্যক্রম পরিচালনা করবে।#

রওশন আরা পারভীন শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *