May 13, 2025, 11:43 am
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে মোটরসাইকেলসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রাধানগর গ্রামের টিপু প্রামানিকের ছেলে সানি প্রামানিক(১৯),বাগসোহা গ্রামের মখলেছুর রহমানের ছেলে রাসেল রহমান(২৪) ও সোনাপদ্মা গ্রামের শাহ আলম শেখের ছেলে সোহেল রানা ওরফে সাদ্দাম শেখ(৩১)। থানার ওসি আব্দুল হাননান জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতে বেড়া ও আমিনপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল সহ চোরচক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।