ত্রিশালে কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: সচেতনতামূলক প্রচার কার্যক্রমের C4D খাতের আওতায় ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কমিউনিটি ডায়ালগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর)সকালে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলার তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম।

বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিহুর রহমান শাহান শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম বলেন-শিশুদের এই টিকা বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি খুবই নিরাপদ। যুক্তরাষ্ট্রে এই টিকা দেওয়া হচ্ছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদন দিয়েছে। যেসব টিকা এসেছে, প্রথম ডোজ নেয়ার ৮ সপ্তাহ পর ২য় ডোজ দিতে হবে। অক্টোবর মাস থেকে পুরোদমে টিকাদান শুরু হয়েছে।
তিনি বলেন, চলমান কোভিড-১৯ মহামারী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জনগণকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা চলমান রয়েছে। ভ্যাকসিনের বৈশ্বিক অপ্রতুলতা সত্ত্বেও সরকার বিশ্বের বহু দেশের আগে আমাদেরও দেশের আপামর জনসাধারণকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের আওতায় আনা হয়েছে।

সহকারী তথ্য অফিসার মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি এটিএম মনিরুজ্জামানসহ ইউনিয়ন পরিষদের সদস্যগনসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *