January 15, 2025, 4:34 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উন্নত দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে- ইউএনও রাশেদুজ্জামান ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফো-রণে দুইজন তানোরে জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নজির হোসেন ফাউন্ডেশন নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ নলছিটিতে জিয়া সাইবার ফোর্সের উপজেলা ও পৌর কমিটি গঠন থানচিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এসবিএম ইট ভাটাকে জরিমানা সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত
মুন্সীগঞ্জ‌ে টঙ্গীবাড়ী‌তে ইউপি সদস‌্য বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

মুন্সীগঞ্জ‌ে টঙ্গীবাড়ী‌তে ইউপি সদস‌্য বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

লিটন মাহমুদ।
মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার কাঠা‌দিয়া শিমু‌লিয়ার ৩নংওয়া‌র্ডেের রাখারন ঠাটা পারা মস‌জিদ সংলগ্ন দেওয়ান বাড়ীর
হা‌জী আঃ লত‌িফ ( ৬৫) পিতা আঃ হা‌ফিজুদ্দ‌িন
নি‌জ অথ‌্যায়‌নে ৯০ হাজার টাকা এবং নি‌জের জ‌মি দি‌য়ে গত ১০\০৪\২০২২ইং তা‌রি‌খে সকাল ১১ ঘ‌টিকার সময় রাস্তা‌টি কাজ শুরু ক‌রি এবং সমাপ্ত ক‌রেন ।

ভূক্তভ‌ুগী হা‌জি মোঃ হা‌জী আঃ লত‌িফ ( ৬৫) ব‌লেন , গত ১০\০৪\২০২২ইং তা‌রি‌খে আ‌মি আমার নি‌জের টাকা (৯০হাজার) ও নি‌জের জ‌মি দি‌য়ে এই ২০০ ( দুই শত ) ফুট রাস্তা ক‌রে‌ছি । ক‌িন্তুু অতান্ত দুঃ‌খের বিষয় কিছু দিন আ‌গে জান‌তে পা‌রি যে ,আমার এই রাস্তা‌টি প্রজেক্ট দে‌খি‌য়ে আমা‌দের ওয়া‌র্ডের মেম্বার মোঃখা‌লেক ১লক্ষ ৮টাকা আত্মসাত ক‌রে‌ছে ।

মোঃ‌বিল্লাহ দেওয়ান ব‌লেন ,আ‌মি দীর্ঘদিন বি‌দে‌শে ছিলাম ,আমা‌দের বাড়ী‌তে যাতায়‌তের ভা‌লো কোন রাস্তা নাই ,তাই এবার আ‌মি বি‌দেশ থে‌কে এ‌সে নিজে দের টাকায় এই রাস্তা তৈয়ারী কর‌ি নি‌জে‌দের যাতা‌য়া‌তের জন‌্য । কিন্তুু অত‌্যান্ত প‌রিতা‌পের বিষয় এই যে, কিছু দি‌ন আ‌গে জান‌তে পা‌রি যে ,আমা‌দের ওয়া‌র্ডের মেম্বার মোঃখা‌লেক মিয়া আমা‌দের টাকায় তৈয়ারী রাস্তা‌টি প্রজেক্ট দে‌খি‌য়ে টঙ্গীবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অ‌ফিস থে‌কে নি‌জেই ১লক্ষ ৮হাজার টাকা উত্ত‌োলন ক‌রে পু‌রো টাকা আত্মসাত ক‌রে‌ছে।

তি‌নি আ‌রো ব‌লেন,এ বিষ‌য়ে আ‌মি ,টঙ্গীবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অ‌ফিসে যোগা‌যোগ কর‌লে দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমা‌কে ব‌লেন প্রজেক্ট‌র নামে মেম্বার মোঃখা‌লেক মিয়া নি‌জেই ১লক্ষ ৮হাজার টাকা উত্ত‌োলন করার বিষয় টি আমা‌কে নিঃ‌চিত ক‌রে‌ন ।

৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ খা‌লেক মেম্বার
সাথে কথা হলে তিনি আমা‌দের কে জানান,
এই রাস্তায় চেয়ারম‌্যান সা‌হেব বরাদ্দ দি‌য়ে‌ছে আমরা নতুন মেম্বার হ‌য়ে‌ছি আমরা তো কিছুই জা‌নি না এই রাস্তার বরাদ্দ কৃত টাকা চেয়ারম‌্যান সা‌হে‌বের ছোট ভাই পু‌নোরায় টাকা উ‌ঠি‌য়ে নি‌য়ে‌ছে । তি‌নি আ‌রো ব‌লেন ,ফেরত নেয়া টাকা দি‌য়ে প‌রিবর্ততে রাস্তার জন‌্য ইট সহ অ‌ফি‌সিয়াল কা‌জে ব‌্যয় করা হ‌বে । এ রাস্তা নি‌য়ে এলাকায় সা‌লিস হ‌য়ে সা‌লি‌সের মা‌ধ্যেমে কিছু দিন সময় দেওয়া বিবাদমান সমস‌্যার করার জন‌্য ।

কাঠা‌দিয়া শিমু‌লিয়ার ইউপি চেয়ারম্যান মোঃআ‌নিছুর রহমা‌নের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয় আ‌মি কিছুই জা‌নি না,আমার বিরুদ্ব‌ে যে অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে তা সন্পূর্ন ভিত্তিহীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার
কাঠা‌দিয়া শিমু‌লিয়া ইউনিয়নবাসী আমায় ভালবাসে বিধায় আমি এবার জয়লাভ করেছি। আমি কোন দুর্নীতি বা কোন প্রকল্পের টাকা আত্মসাৎ করি নাই করবো না।

এ বিষয় টঙ্গীবাড়ী উপ‌জেলার নিবার্হী কর্মকর্তা আমা‌দের কে জানান , এমন কোন তথ‌্য আমার জানা নেই ।ত‌বে এ বিষয়‌ে আ‌মি জে‌নে বিস্তা‌রিত বল‌তে পার‌বো ।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD