August 21, 2025, 5:04 pm
রিপন ওঝা,মহালছড়ি।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাবুপাড়াতে বসবাসকারী সাচিংপ্রু মারমা পাশে আজ ২৭নভেম্বর রবিবার মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল কর্তৃপক্ষ ক্ষুদ্র সহায়তা নিয়ে এগিয়ে এসেছে।
এ ক্ষুদ্র সহায়তা প্রদানের বিশেষ মুহুর্তে মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল-এর পক্ষে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জনি, সিনিয়র শিক্ষিকা রত্না চাকমা ও শিক্ষক মোঃ জামাল বাদশা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত যে, আহত শিশুটি মহালছড়ি বাবু পাড়া এলাকা বসবাস করে। সে গত ১৮ নভেম্বর মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে অনুমানিক সকাল ৮.০০ঘটিকার দিকে মোটরসাইকেল ধাক্কা দিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। মোটরসাইকেল চালককে সনাক্ত করতে পারে নি। তখন শিশুটি রাস্তায় লুটিয়ে পড়লে মাথায় বড় ধরনের আঘাত পায়। তৎক্ষনাৎ উন্নত চিকিৎসার জন্যে
মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিলো কিন্তু যথাযথ চিকিৎসার জন্যে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর মাথায় ও চোখের ইনফেকশনের জন্যে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্যে নেওয়ার পরামর্শ দেন।
বড়ই পরিতাপের বিষয় যে, পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্যে প্রেরণ করা সম্ভব হচ্ছে না। তারই ধারাবাহিকতায় মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলের শিক্ষক/শিক্ষিকাগণের ক্ষুদ্র প্রয়াস। মহালছড়িসহ পার্বত্য চট্টগ্রামের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণসহ শিক্ষার্থী এবং সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতা কামনা করেছেন।