August 21, 2025, 5:03 pm
ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় পার্টির দলীয় নেতাকর্মীদের পছন্দের নেতা আস্থা ও ভরসার প্রতীক
ক্বারী মাওলানা আব্দুল মতিন বুলবুলি।যিনি জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মীনি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে মুক্তাগাছায় জাতীয় পার্টির কার্যক্রম কে তরান্বিত করে দলকে সাংগঠনিক ভাবে আরো এগিয়ে নিতে দলের তৃর্ণমুল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখে তাদের সাথে রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে মতবিনিময় করে যাচ্ছেন। সদা হাস্যজ্বল এ নেতা ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের মন জয় করতে সমর্থ্য হয়েছেন।
মুক্তাগাছার জাতীয় পার্টির নেতাকর্মীদের ভাষ্য-কোন দালাল,জুয়ারী ও বেইমানদের সাথে তারা রাজনীতিতে সক্রিয় হবেনা, যারা নেতা হওয়ার পর নেতা বানানোর কারিগরকে বুলে যায়, তারা স্বার্থের জন্য দলের কর্মীদেরকেও বুলতে দ্বিধা করবে না, রাজনীতি করলে একজন সৎ ও নীতিবাদী নেতৃত্ব প্রয়োজন। ক্বারী মাওলানা আব্দুল মতিন বুলবুলির মাঝে সেই নীতি আর সততা রয়েছে।যে নেতা তাদের সুখ-দুঃখ বুঝবে, তাদের ব্যাথায় ব্যাথিত হবে এমন নেতৃত্বকেই তারা নির্বাচন করতে বদ্ধ পরিকর। এসকল বিবেচনায় মুক্তাগাছা উপজেলায় ক্বারী মাওলানা আব্দুল মতিন বুলবুলির বিকল্প নেই বলেও দাবী উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের।