১৬ জনকে ১৬টি কোরআন মগ টুপি মেয়েদের হিজাব ও ১০০ টাকা উপহার দেন শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠন

আল আমিন মোল্লা।

চুয়াডাঙ্গা জীবননগর শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠনের উদ্দোগে নিয়মিত কোরআন শেখানো হয়,
১৬ জন শিশু কোরআন ধরেছিল তাদের সকলকে একটি করে কোরআন ,মগ ,টুপি ,ও ছোট্ট মেযেদের একটা হিজাব ও ১০০টাকা নগদ পুরস্কার দেন শাখারীয়া যুব হিলফুল ফুজুল সংগঠন।

এসমায় উপস্থিত ছিলেন শাখারীযার দুই মসজিদের ইমাম,অধ্যাপক আবুবকর,ছলিম,ইব্রাহিম নিজামুদ্দিন,হাচান,বিপ্লব,আলামিন,আবদুল্লাহ,জাফর মূল্লিক,জারজিৎ মূল্লিক,আজমুল,নাহিদ,রানা,এছাড়াও সংগঠনের সকল সদরস্যবৃন্দু উপস্থিত ছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *