August 21, 2025, 2:57 pm
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভুঁইয়া’র বিভিন্ন আলোচনা সভায় তার পক্ষে হাজার হাজার মানুষের ঢল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুমন ভুঁইয়া।
জানা গেছে, উক্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩বার বিপুল ভোটে নির্বাচিত ও বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণ পদকপ্রাপ্ত সুনামধন্য চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার সাহেব গত ৫ জানুয়ারি ২০২২ইং নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী হোন। এক বছর না যেতেই গত (২৮ অক্টোবর ২০২২ইং) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর কারণে ইয়ারপুর ইউনিয়ন পরিষদটির আসন শুণ্য ঘোষণা করা হয়। এরপর উক্ত ইউনিয়নের উপ-নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৯ ডিসেম্বর ২০২২ ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন।
সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টারের সুযোগ্য সন্তান শামীম আহমেদ সুমন ভুঁইয়া তার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসী সবার কাছে দোয়া কামনা করেছেন। সুমন ভুঁইয়ার পক্ষে ইয়ারপুর ইউনিয়নবাসী উক্ত উপ-নির্বাচনে নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন মতবিনিময় সভা শুরু করেছেন। গত ২৩ নভেম্বর ২০২২ইং গত বুধবার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মানিকগঞ্জ পাড়া এলাকাবাসী কয়েক হাজার মানুষ নিয়ে মতবিনিময় সভা করেছেন, এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফরহাদ হোসেন, অনুষ্ঠানটি স ালনা করেন আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক মোকলেছুর রহমান মোকলেছ।
ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এর উপ-নির্বাচনী মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ ভুঁইয়া, আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ১নং ওয়ার্ড মেম্বার হাজী মোঃ হালিম মৃধা, ৭ নং ওয়ার্ড মেম্বার হাজী আফজাল হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মীর, সিরাজ মৃধা, সাদেক হোসেন হুজুর, হিরণ, কিরণসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক মোঃ আতিকুজ্জামান আতিক পাটোয়ারী, যুগ্ন-আহ্বায়ক সানাউল্লাহ ভুঁইয়া সানি, আশুলিয়া থানা স্বেচ্ছোসেবক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সুমন মীরসহ বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ। উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ সুমন ভুঁইয়া বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ছাত্র জীবনে দল বদল করিনি, আমি সাবেক ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম, বর্তমানে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সুমন ভুঁইয়া আরও বলেন, আমার বাবা সৈয়দ আহমেদ মাষ্টার নৌকার মাঝি হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন, আমি তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছি, আমি সবার কাছে দোয়া ও সমর্থন চাই, ইয়ারপুর ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি সবার স্বার্থে কাজ করবো কথা দিলাম, প্রথমে ড্রেনেজ ব্যবস্থা করবো।
আওয়ামীলীগ নেতা ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার হাজী মোঃ হালিম মৃধা বলেন, সুমন ভুঁইয়ার ভয় নাই আমরা আছি তোমার সাথে, ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ সুমন ভুঁইয়ার নির্বাচনী মতবিনিময় সভায় হালিম মৃধা আরও বলেন, সুমনকে আমরা কক্সবাজার পাঠিয়ে দিয়ে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাআল্লাহ। হালিম মৃধার এই বক্তব্যে হাজার হাজার জনতা সুমন ভুঁইয়ার পক্ষে স্লোগান দিয়ে বলেন, সুমন ভাইয়ের ভয় নাই আমরা আছি তোমার সাথে। দেখা যায়, ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচন উপলক্ষে প্রতিদিন হাজার হাজার জনগণ সুমন ভুঁইয়াকে চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে অনেকেই তার সাথে সবসময় যোগাযোগ রাখছেন। সবারই এক কথা যে, সুমন ভুঁইয়ার বাবা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এক বছর না যেতেই তিনি মৃত্যুবরণ করেন আর মানবিক দৃষ্টিতে বাকী ৪ বছর সুমন ভুঁইয়াকে চেয়ারম্যান হিসেবে দিলে কারো সমস্যা হওয়ার কথা না। তার বাবার চেয়ারম্যান হতে এবং চিকিৎসা করতে সুমন ভুঁইয়ার অনেক টাকা খরচ হয়েছে। তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ, পরে যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন কিন্তু এই এলাকায় অনেকেই আছেন দিনে একদল আর রাতে অন্যদল, দল বদল যারা করেন তাদের সাথে সুমন ভুঁইয়ার রাজনৈতিক সম্পর্ক নেই, বেশিরভাগ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী চায় সুমন ভুঁইয়াকে নৌকার মাঝি করা হোক, এতে নৌকার বিজয় নিশ্চিত।