January 15, 2025, 1:57 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে মানসিক
ভারসাম্যহীন এক বৃদ্ধ লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলা বাজারে শাহীনুরের চালকলের পাশে পুকুরে পড়ে
জালাল উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত জালাল
উদ্দিন উপজেলার দাশড়া মালিগাড়ী গ্রামের মৃত দেনু মিয়ার ছেলে।
বুধবার দিবাগত রাতে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের
ধারণা।
নিহতের নাতি সোহেল রানা জানান, নিহত জালাল উদ্দিন সর্ম্পকে
আমার দাদা, তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্য হারিয়ে
বিভিন্ন এলাকায় বেপরোয়া চলাফেরা করে। প্রতিদিনের ন্যায় গত
বুধবার সকালে বাড়ী থেকে বের হয়ে যাওয়ার পর রাতে তিনি আর
ফেরেননি। বৃহস্পতিবার সকালে লোক মুখে জানতে পারি, ইটাখোলা
বাজারে একটি পুকুরে তার লাশ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনা স্থলে
গিয়ে দেখি নিহতের লাশটি পানিতে পড়ে আছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়পুরহাট- ইশতিয়াক বলেন,
মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করে ক্ষেতলাল থানায় নেওয়া হলে তদন্ত শেষে তাকে দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এবিষয়ে কোন অভিযোগ হয়নি।