August 20, 2025, 10:01 pm
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোরদার।
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটোন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, পৌর সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রঞ্জনা রাণী, বিশিষ্ট সমাজসেবী তরিকুল ইসলাম সুইডেন হাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুর আনসারী, ৪নং ওয়ার্ড আওয়ামী সভাপতি মানারুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলেটসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনায় শেষে সারাদেশে বিএনপি- জামায়াত জোট স্বাধীনতা বিরোধী চক্রের নৈরাজ্য সৃষ্টি ও অপরাজনীতির বিরুদ্ধে পৌর এলাকায় এক বিক্ষোভ মিছিল বের হয়।