February 5, 2025, 9:59 am
আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তের একটি সরিষা ক্ষেত থেকে সোমবার দুপুরে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
এ সময় কোন চোরাকারবারি আটক হয়নি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দীকি প্রেসবিজ্ঞপ্তিতে এখবর জানান,
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শালকোনা সীমান্তে সন্দেহ ভাজন এক ব্যক্তির গতিরোধ করা হলে তার হাতে থাকা ব্যাগ পাশের একটি সরিষা ক্ষেতে ফেলে ভারতে পালিয়ে যায়।পরবর্তীতে সেই ব্যাগ উদ্ধার করে তার মধ্যে থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ পিচ স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
শার্শা উপজেলার শালকোনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে তারিকুল ইসলাম তারে (৪০)৷ এর নামে মামলা দেয়া হয়েছে।