মোংলায় প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম যুবক

মোংলা প্রতিনিধি।
মোংলায় কুকুরের ভ্যাকসিন নিয়ে কথা কাটাকাটির জেরে যুবক কে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষরা।
রোববার (২০ নভেম্বর) উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ হামলায় সুন্দরবন ইউনিয়নের আমির মল্লিকের ছেলে আল-হাদী মল্লিক (২০) মারাত্মক জখম হয়েছে। এ ঘটনায় নাহিদ খাঁন (৪৫), রাহুল খান রাহু (২৪), রাজু খাঁন (২২), সুন্দর আলী খাঁন (২৮) এই ৪ জন কে আসামী করে মোংলা থানায় অভিযোগ দায়ের করে আল-হাদী মল্লিক। অভিযোগে আল-হাদী উল্লেখ করেন, আমি বাড়ি থেকে বের হলে আমাকে ব্যাঙ্গ করে (কেটিহাদী) ডেকে বলে ভ্যাকসিন দিবি নাকি। আমি বলি ভ্যাকসিন তো দেওয়া শেষ। তারা বলে আমাদের দিবি নাকি। আমি বলি আসলেতো দিবো। তারা বলে ভ্যাকসিন দে! এক পর্যায় আমাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলেপাথারি কুপিয়ে জখম করে। আমার মাথার পিছনে হাতে ও আঙ্গুলে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের সামনেই আমাকে খুনের হুমকি দিতে থাকে বিবাধীর লোকেরা। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে আমাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ও আমার ব্যবহৃত এন্ড্রয়েড ফোন নিয়ে দ্রুত স্থান ত্যাগকরে। এ দিকে আল – হাদির অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম দায়েরকৃত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি ব্যবস্থা গ্রহনের বিষয়টি পক্রিয়াধীন আছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *