February 5, 2025, 1:57 pm
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ, এই নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন। গত সোমবার পৌর এলাকার মোটর শ্রমিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ৮টা হইতে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৩ হাজার ৯’শত ১ ভোটারের মধ্যে ৩ হাজার ২’শত ২৫টি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাদের প্রাপ্ত ভোটের সম্পাদকমণ্ডলীরা হলেন। সহ-সভাপতি ইকবাল হোসেন, আব্দুল ওয়াদুদ মোল্লা, গোলাম মর্তুজা শিপলু। সহ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, রাশেদ আহমদ মিলন। সাংগঠনিক সম্পাদক, আলমগীর হোসেন আলম। কোষাধক্ষ,শাহজান আলী। দপ্তর সম্পাদক, এম এ হেলাল উদ্দিন। সড়ক সম্পাদক এস এ জাহাঙ্গীর তুহিন ১ আহসানুর রাহাদ দেওয়ান ২। প্রচার সম্পাদক, আজহার আলী। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মামুনুর রশিদ। সমাজকল্যাণ সম্পাদক, পারভেজ হোসেন। কার্যনির্বাহী সদস্যরা হলেন, শেখ নুর আলম তাজিম, সাব্বির হোসেন সাজু, আশরাফ আলী, নাসিম, রফিকুল ইসলাম, হারুনুর রশিদ লাড্ডু প্রমুখ।