February 5, 2025, 6:53 am
পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ৩ নং ইউনিয়ন পরিষদ ও বানেশ্বর হাটের বনিক সমিতির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অননুষ্ঠিত হয়েছে।
বানেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালের সভাপতিত্বে ও ইউপি সদস্য আমগীর হোসেন(আলম) এর পরিচালনায় সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বানেশ্বর ইউনিয়ন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সরকারি নির্ধারিত ভ্যাট, টাক্স, ট্রেডলাইসেন্স বিষয়ে বক্তব্য রাখানে, বানেশ্বর হাট ইজারাদার আলহাজ্ব ওসমান আলী, বানেশ্বর বনিক সমিতির সভাপতি জুবায়ের, সাবেক সভাপতি আজিজুল বারী (মুক্তা), বিশিষ্ট ব্যবসায়ী মুঞ্জুর রহমান (মুঞ্জ), সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গাজী সুলতান, বানেশ্বর ইউপি সদস্য আব্দুল মালেক মেম্বারসহ বাজারের ব্যবসায়ীগণ। #
মাজেদুর রহমান মাজদার
পুঠিয়া রাজশাহী।