আনোয়ার হোসেন।।
নেছারাবাদ প্রতিনিধি পিরোজপুর।।
সমুদয়কাঠি ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের একটি উঠান বৈঠকে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উঠান বৈঠকে অংশ নিতে আসা কিছু সমর্থককে জোরপূর্বক ধানের শীষ প্রতীকের মিছিলে যুক্ত করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সমুদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম সাঈদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উঠান বৈঠক চলাকালে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম শাকিল আহম্মেদের নেতৃত্বে শতাধিক লোক নিয়ে ধানের শীষের একটি মিছিল সেখানে আসে। এ সময় ঘোড়া প্রতীকের সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করে মিছিলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন উপস্থিত কয়েকজন।
উঠান বৈঠকে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, তারা স্বতন্ত্র প্রার্থীর সভায় যোগ দিতে গেলেও পরিস্থিতির কারণে বাধ্য হয়ে মিছিলে অংশ নিতে হয়। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের পক্ষ থেকে বলা হয়, ঘটনাটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং পরিকল্পিতভাবে ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়ানোর অপচেষ্টা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উঠান বৈঠকের স্থানদাতা ও সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম সাঈদ বলেন, “আমার বাড়িতে একটি শান্তিপূর্ণ উঠান বৈঠক চলছিল। হঠাৎ মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, যা এলাকায় আতঙ্ক ছড়ায়। আমি কোনো সহিংসতা বা জোরজবরদস্তির পক্ষে নই। সবাই যেন শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে পারে, সেটাই কাম্য।”
তবে এ বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট ছাত্রদল নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নজরে আসার পর সরেজমিনে পরিদর্শন করে পুনরায় উঠান বৈঠক আয়োজনের সুযোগ করে দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply