বর্ণাঢ্য আয়োজনে মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয়, মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মথুরাপুর শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আক্তার। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আব্দুর রহমান মিয়া, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.ইসহাক আলী, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, দেব প্রসাদ রায়, আবু বকর সিদ্দিক, আজিজুর রহমান, ভক্তি রানী দাস, রেজাউল করিম, তাসলিমা খাতুন, এনামুল হক, মাসুদ রানা, আফরোজা পারভিন, মাহফুজা আক্তার, রায়হান উদ্দিন, সোহেল রানা, আব্দুল্লাহ আল মামুন, অফিস সহকারী জয়নুল আবেদীন, কম্পিউটার ল্যাব অপারেটর শাকিল হোসেন, অফিস স্টাফ শামীম শেখ, মানিক শেখ, হেলেনা খাতুন, হান্নান খান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *