পিরোজপুর-২ আসনে সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান বিএনপি প্রার্থীর

নেছারাবাদ প্রতিনিধি(পিরোজপুর)।।

পিরোজপুর-২ সংসদীয় আসন (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ)-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন সনাতনী সম্প্রদায়ের ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আধুনিক পিরোজপুর গড়া ও দেশের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার লক্ষ্যে তিনি এই আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর নেছারাবাদ উপজেলার চিলতলা গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন,
“সনাতনী ভাই ও বোনদের প্রতি আমার বিশেষ অনুরোধ—আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের রাজনৈতিক অধিকার অনুযায়ী যেকোনো প্রতীকের পাশে থাকার স্বাধীনতা রয়েছে। তবে যে প্রতীককে ঘিরে একসময় মানুষের প্রত্যাশা ছিল, আজ তা আর নেই। তাই ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও দেশের অগ্রগতিতে অংশ নিন।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পরাজিত একটি চক্র নানা কৌশলে ভোটের অধিকার হরণ করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তাদের লক্ষ্য ক্ষমতায় গিয়ে দেশকে ভিন্ন শক্তির হাতে তুলে দেওয়া। দেশ ও মাটিকে রক্ষা করতে হলে সবাইকে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।”

বিএনপি প্রার্থী দাবি করেন, স্বাধীনতাবিরোধী শক্তিগুলো আজও দেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। তিনি বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। দেশ ও জনগণের উন্নয়নে দেশনায়ক তারেক রহমানই রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতৃত্ব। তাই একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।”

দৈহারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মারুফ হোসেনের সভাপতিত্বে এবং জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আল-বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আনোয়ার হোসেন।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *