পাবনার- ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিবের নির্বাচনী সভা

এমএ আলিম রিপন, সুজানগর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা -২ আসনে দলটির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট এ. কে. এম. সেলিম রেজা হাবিব নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন।
বৃহস্পতিবার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভা করেন করেন তিনি। এ সময় তিনি বলেন, অতীতে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ ছিল, তেমনি করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা নিরাপদ রাখতে ১২ তারিখে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, জনগণ নিরাপদে থাকে, দেশে সার্বভৌমত্ব রক্ষা পায়।সেলিম রেজা হাবিব আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের সকল দলের মানুষ নিরাপদ থাকবে এছাড়া দেশ থেকে মাদক ও চাঁদাবাজি নির্মূল করা হবে।
এসময় অন্যান্যদের মাঝে সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল, বিএনপি নেতা অ্যাডভোকেট আতাউর রহমান, হারুন মন্ডল, পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, ভায়না ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *