চাঁ-দাবাজ মুক্ত আধুনিক ভালুকা গড়ে তুলতে হরিণ প্রতীকে ভোট চান ভালুকার মোর্শেদ আলম

স্টাফ রিপোর্টার:
সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত আধুনিক ও মানবিক ভালুকা গড়ে তুলতে “হরিণ” প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম।

শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ কালে তিনি ভোটারদের প্রতি এই আহবান জানান।

উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোর্শেদ আলম বলেন, আপনাদের ভোটে আমি হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, আপনাদের চেয়ারম্যান হিসেবে পরবর্তীতে আমি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামে মহাসচিব হতে পেরেছিলাম।

আপনাদের সন্তানকে সারা বাংলাদেশের চেয়ারম্যান-মেম্বারগণ সম্মান দিয়ে ছিলো, এই সম্মান আপনাদের। হরিণ প্রতীকে ভোট চেয়ে মোর্শেদ আলম বলেন, বিগত দিনে খালি হাতে আপনারা আমাকে ফিরিয়ে দেননি, আপনারা আমার সাথে ছিলেন, আছেন ও আগামী দিনেও আমার সাথে থাকবেন এটা আমার বিশ্বাস।

তিনি বলেন, আমার ব্যক্তি জীবনে কোন চাওয়া-পাওয়া নেই। আপনারা আমার পাশে থাকেন, আমরা সবাই মিলে এই ভালুকাকে সন্তাস, চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক ও মানবিক ভালুকা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

মোর্শেদ আলম বলেন, ১২ তারিখ “হরিণ” প্রতীক পরাজিত হলে, আমার-আপনার প্রিয় এই ভালুকা সন্ত্রাস চাঁদাবাজের কাছে জিম্মি হয়ে পড়বে। “হরিণ” প্রতীক বিজয়ী হলে ভালুকার সাধারণ মানুষের বিজয় হবে। গণসংযোগকালে তার সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে তিনি ৯নং ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মধ্যে হরিণ মার্কার লিফলেট বিতরণ করেন এবং ভোট চান। নির্বাচিত হলে উচ্ছেদ আতঙ্ক দূর করে স্থায়ী আবাসন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *