ক্ষেতলালে জামায়াতের জনসভায় হাজারও মানুষের ঢল : সবুজের পক্ষে এবি পার্টির জাহিদের স-মর্থন

মোঃ দেলোয়ার হোসেন বাবু।।

​ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ ​পূর্ব ঘোষিত নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ কে বিজয়ী করতে ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজের সমর্থনে আয়োজিত জনসভার এই মঞ্চ থেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জামায়াত প্রার্থীকে পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবি পার্টির প্রার্থী এস এম জাহিদ।
​জনসভা সফল করতে সকাল থেকেই কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর থেকে ট্রাক, ভটভটি ও পায়ে হেঁটে হাজার হাজার মানুষ সভাস্থলে সমবেত হতে থাকেন। ১০টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়। দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে হাতে দাঁড়িপাল্লা সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে সভায় আসেন।

জনসভায় উপস্থিত ৫০ বছর বয়সী কয়েকজনের সাথে কথা বললে তাঁরা বলেন, আমরা বহু বছর থেকে অনেক মার্কায় ভোট দিয়েছি। তারা কোন কথা রাখেনি, এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিগত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বহুবার ক্ষমতায় গেলেও কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারেনি। ইহকাল ও পরকালের কল্যাণের জন্য কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে।

জামায়াত মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ আবেগঘন বক্তব্যের এক পর্যায়ে নিজের ওপর হওয়া বিগত সরকারের জুলুমের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন । তিনি জয়ী হলে তিলকপুরে আলু প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন এবং আছরাঙ্গা দীঘি, নান্দাইল দিঘী ও ক্ষেতলাল তুলশীঙ্গগা বিলের ঘাট আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

এবি পার্টির মনোনীত প্রার্থী এস এম জাহিদ বলেন, সবুজ ভাইয়ের বিজয় নিশ্চিত করতে আমি সরে দাঁড়ালাম। নির্বাচনের দিন পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেব।

জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন, সেক্রেটারি গোলাম কিবরিয়া ও সহ-সেক্রেটারি মামুনুর রশিদ। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন শুরা সদস্য অ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, এবি পার্টির জেলা সভাপতি সুলতান মুহাম্মাদ সামসুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *