ওসি মনজুরুলের নেতৃত্বে রূপনগরে অভিযান ১১ জন আ-সামি আদালতে প্রেরণ

সুমন খান:

রাজধানীর মিরপুর রূপনগর থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে,রূপ নগরথানা পুলিশ। অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত দুইজনসহ পৃথক পৃথক অপরাধে জড়িত মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী রূপনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের সরাসরি নেতৃত্বে পুলিশের একাধিক টিম এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করতে সক্ষম হয়।অভিযানে গ্রেফতার হওয়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন,মোঃ ইমাম হোসেন, সিআর মামলা নং-৩৩৫/২৪ (এন) মূলে এবং
মোঃ আইনাল হোসেন, সিআর মামলা নং-৪৩৭/২০২৫, বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩২/৩৩/৪০ ধারায়, প্রসেস নং-১২৬/২৬ মূলে।গ্রেফতারের পর তাদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযান চলাকালে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ শাহিন মিয়া (২৯), মোঃ নুরুজ্জামাল (২৮), মোঃ শরিফ মিয়া (২০), মোঃ মনির হোসেন (২৮), মোঃ হাফিজুল ইসলাম (২৩), মোঃ আরিফ হোসেন (২০), মোঃ তারেক ইসলাম (১৮), মোঃ রিফাত (১৯) এবং মোঃ নাহিদ (১৮)।
তাদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে ব্যবস্থা গ্রহণ করে মিরপুর বিভাগের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, ডিএমপি, ঢাকায় প্রেরণ করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযানের কারণে এলাকায় অপরাধ প্রবণতা অনেকটাই কমেছে। তারা পুলিশের এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন।এ বিষয়ে রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ বলেন,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না ওয়ারেন্টভুক্ত আসামি এবং অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে রূপনগর থানার অভিযান আরও জোরদার করা হবে এবং সাধারণ জনগণকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *