প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১২, সিরাজগঞ্জ এর দুইটি পৃথক অভিযানে বগুড়া জেলার আদমদীঘি থানাথীন দোকান চুরির সন্দিগ্ধ ০৪ জন চোর গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।
১। গত ০৯ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকায় বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার পৌরসভাস্থ পশ্চিম ঢাকা রোডের চৌধুরী গার্ডেন মার্কেট হিমু ইলেকট্রিক ওয়ার্কসপ এ সর্বমোট ৫,০৬,৩৫০/-টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় বাদী মোঃ মাহফুজুর আওয়াল মাহাবুব (২৮) একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখ- ১৬ নভেম্বর ২০২৫। ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড ১৮৬০।
২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ২৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ, দুপুর ১৩.৩০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘বগুড়া সদর থানাধীন রাজা বাজার এলাকা হইতে” এবং ‘‘বগুড়া শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার হইতে’’ দুইটি পৃথক অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ ০৪ জন চোর কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামীগণ ১। সোহেল সিকদার (৩২), পিতা- মৃত জাফর সিকদার, সাং-কুসাংগাল, থানা-নলসিটি, জেলা-ঝালকাঠি, ২। মোঃ রানা শেখ (২৫), পিতা- মোঃ সোলেমান শেখ, সাং- বহলবাড়ীয়া, থানা- সাথিয়, জেলা-পাবনা, ০৩। আসামী মোঃ রিয়াজ মপু (৩২), পিতা- মোঃ নুরুল হুদা, সাং-পশ্চিম নলডুগি, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, ৪। আসামী মোঃ আবু জাফর (৪০), পিতা- মৃত আব্দুর রহিম, সাং-হরিকৃষ্ণপুর, থানা-চাটখিল, জেলা- নোয়াখালী।
উল্লেখ্য যে, আসমীগণের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে, ১। সোহেল সিকদার (৩২) ০৬টি মামলা, ২। মোঃ রানা শেখ (২৫) ০১টি মামলা, ০৩। মোঃ রিয়াজ মপু (৩২) ০৬টি মামলা, ৪। আসামী মোঃ আবু জাফর (৪০) ০৮টি মামলা রয়েছে।
৪। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বগুড়া জেলার আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Leave a Reply