এস.এম.সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় মোরেলগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে নব্বইরশী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় পরিণত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান সাঈফ, পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি মাস্টার আল আমিন, সহ-সেক্রেটারি রেজাউল করিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল আলীম, জামায়াত নেতা অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার এবং যুব জামায়াতের পৌর সভাপতি মেহেদী হাসান নিয়াজ।
বক্তারা বলেন, মাওলানা রেজাউল করিমের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে শহীদ মাওলানা রেজাউল করিমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ শীর্ষ নেতার হ/ত্যার প্রতি/বাদে উত্তাল রাজপথ গ্রে/প্তার ও দৃষ্টা/ন্তমূলক বি/চারের দাবি

Leave a Reply