মো: সেলিম মিয়া ফুলবাড়িয়া ময়মনসিংহ প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া মোড়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ফুলবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম। এ সময় ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কমিশনার আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান আজাদ, জাকির হোসেন বাপ্পি, মাহবুব হোসেন, বিএনপি নেতা ইব্রাহিম খলিল সানি, আবু বকর ছিদ্দিক, আবু নাইম বাবুল, শামীম মল্লিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন প্রমুখ।
নেতৃবৃন্দ ধানের শীষকে বিজয়ী করতে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান।
ফুলবাড়িয়ার আন্ধারিয়াপাড়া মোড়ে নির্বাচনী স-ভা

Leave a Reply