ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মিজানুর রহমান

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ রেঞ্জের নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গত দুই মাসের রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক কর্মমূল্যায়ন করে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে পুরস্কৃত করা হয় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমানকে।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১:৩০ ঘটিকায়
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসিক অপরাধ পর্যালোচলা সভায় নভেম্বর ও ডিসেম্বর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক কর্মমূল্যায়নে “শ্রেষ্ঠ জেলা” ও “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে পুরস্কার অর্জন করেছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো.মিজানুর রহমান।

সভায় রেঞ্জের আওতাধীন জেলাসমূহের মধ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে কর্মমূল্যায়ন করা হয়। এ মূল্যায়নে ময়মনসিংহ জেলা ‘শ্রেষ্ঠ জেলা’ ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হন।পরে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এর আগে সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ময়মনসিংহ রেঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, রেঞ্জের মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ রেঞ্জের গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ রেঞ্জভুক্ত জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।রেঞ্জ ডিআইজি কর্তৃক প্রদত্ত এই সম্মাননা ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা, সততা,পেশাদারিত্ব ও জনসেবায় আরও নিষ্ঠার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এছাড়াও উক্ত সভায় নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে-পরিসংখ্যানের ভিত্তিতে বিভিন্ন পদে কর্মরত আরো ৮পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রাপ্তরা হলেন-শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে ইসলামপুরের সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান,ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোঃ মিজানুর রহমান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ময়মনসিংহের ধোবাউরা থানার অফুসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)- জামালপুর সদরের তদন্ত ওসি মোঃ এসএম নূর মোহাম্মদ, শ্রেষ্ঠ এসআই-এসআই (নিরস্ত্র) জামালপুর সদর থানাড মোঃ শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই-এসআই (নিরস্ত্র) ভালুকা মডেল থানার মোঃ মোশারফ হোসেন, শ্রেষ্ঠ এএসআই হিসাবে জামালপুরের বকশিগঞ্জ থানার এএসআই (নিরস্ত্র)/ জনাব মোঃ আশরাফুল ইসলাম শান্ত, শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিরস্ত্র) মোঃ সালাহ উদ্দিন।

সভায় অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নির্বাচনের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে রেঞ্জের সকল পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *