বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক ক্যচুপাড়া এলাকার স্থানীয় জনসাধারণের সাথে গণসংযোগ সভা অ-নুষ্ঠিত

বান্দরবান (থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন-২০২৬, সীমান্ত এলাকায় শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক বান্দরবান জেলার থানচি উপজেলার ক্যচুপাড়া এলাকার স্থানীয় জনসাধারণের সাথে এক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গণসংযোগ সভায় বলিপাড়া জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩২২ সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, চাহিদা ও মতামত মনোযোগসহকারে শুনেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী কর্তৃক তৎপরতা, অবৈধ সীমান্ত পারাপার, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, মাদকদ্রব্য পাচার কিংবা অন্য যে কোনো অপরাধমূলক কার্যক্রম যেন সংঘটিত হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। এ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রদান করার জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন।
সভাকালে বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উক্ত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক স্থানীয় জনগণের কল্যাণ ও সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের জনসম্পৃক্তমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *