নেছারাবাদ (পিরোজপুর)প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নেছারাবাদ উপজেলা।
বুধবার সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ইন্দেরহাট বন্দরে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তারা ভোটারদের কাছে বিএনপির রাজনৈতিক দর্শন ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা অত্যন্ত জরুরি। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে পিরোজপুর-২ আসনের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।
গণসংযোগে এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

Leave a Reply