পঞ্চগড়ে ডিসি ও রিটার্নিং কর্মকর্তার প-দত্যাগ দাবি

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তুলে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ সায়েমুজ্জামানের পদত্যাগ দাবি করেছে ১১ দলীয় জোট।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা। দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় সন্ধ্যার পর তারা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগের দাবি জানান।

অবস্থান কর্মসূচির মধ্যেই আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, পঞ্চগড় পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন, সেক্রেটারি নাসির উদ্দীন, শিবির নেতা ফজলে রাব্বী, জেলা ছাত্রশক্তির সেক্রেটারি মাজহারুল ইসলাম সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, বিএনপির প্রার্থী প্রকাশ্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও রিটার্নিং কর্মকর্তা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

নেতারা আরও বলেন, বিএনপির প্রার্থী বিধিবহির্ভূতভাবে ফেস্টুন টাঙিয়ে প্রচারণা চালাচ্ছেন। এসব ফেস্টুন অপসারণের জন্য প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ বা আশ্বাস না পাওয়ায় তারা পদত্যাগের দাবি জানাতে বাধ্য হন।

সন্ধ্যার পর অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ১১ দলীয় জোট মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন এবং জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *