আশুলিয়ায় সরকারি নয়নজুলি খালের জমি প্লট আকারে কোটি টাকা বিক্রির অ-ভিযোগ

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সরকারি নয়নজুলি খালের জমি প্লট আকারে কেটে কোটি কোটি টাকায় বিক্রির অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। খাল দখল হয়ে যাওয়ায় এলাকায় বছরের ১২ মাসই জলাবদ্ধতা লেগে থাকে, যার ফলে শ্রমিকসহ লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

এই খালটি উদ্ধার না করায় পুরো এলাকায় খোলা ড্রেনে পরিণত হয়েছে নয়নজুলি খাল। সামান্য বৃষ্টি হলে অনেক জায়গায় হাঁটু থেকে কোমড় সমান পানি জমে যায়, ব্যাহত হয় স্বাভাবিক চলাচল ও কর্মজীবন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬ইং) সকালে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সরকারি নয়নজুলি খাল সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় খালটির বিভিন্ন অংশে অবৈধ স্থাপনা ও প্লটিংয়ের চিত্র দেখা যায়।

এ বিষয়ে আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া বলেন,“নয়নজুলি খালটি আশুলিয়ার বাইপাইল- আবদুল্লাহপুর সড়কের পাশ দিয়ে যাওয়ায় খালসংলগ্ন এক শতক জমির দাম প্রায় এক কোটি টাকা। এই সুযোগে প্রভাবশালীরা সরকারি খালের বেশিরভাগ জমি দখল করে প্লট আকারে বিক্রি করছে। বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের মালিকও নয়নজুলি খালের প্রায় কয়েক কোটি টাকা মূল্যের জমি দখল করে রেখেছে। ফলে এলাকার লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হলেও সংশ্লিষ্ট প্রশাসন কোনোভাবেই খালটি দখলমুক্ত করতে পারছে না।” স্থানীয়রা দ্রুত নয়নজুলি খাল উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *