মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
ঢাকা মহানগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) মোহাম্মদপুর সরকারি কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন
কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফসা বেগম।দিনব্যাপী ১১টি ইভেন্টে কয়েক শতাধিক শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিন সিরাজ।

প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য অধ্যক্ষ হাফসা বেগম বলেন, পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া প্রতিযোগিতা আমাদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করে—যা জীবন গঠনে অপরিহার্য।

শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসরিন তার বক্তব্যে বলেন, আজকের এই আয়োজন হোক আনন্দ, বন্ধুত্ব ও সুস্থ প্রতিযোগিতার মিলনমেলা। সবাই খেলায় অংশ নেবে, সবাই উপভোগ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক শাহরিন সিরাজ তার বক্তব্যে বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়; এটি শৃঙ্খলা, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জয়-পরাজয়কে সমানভাবে গ্রহণ করতে শেখে, যা ভবিষ্যৎ জীবনে তাদের আরও দৃঢ় করে। আজকের এই আয়োজন আমাদের শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা যোগ করবে—এই প্রত্যাশা করি। সবাই সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের সেরাটা উপহার দেবে, এটাই কাম্য।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, খেলাধুলা ও পড়াশোনা ওতপ্রোতভাবে জড়িত। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটে থাকে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শুধু খেলাধুলায় নয় তোমাদের সকল ক্ষেত্রেই উৎকৃষ্ট হতে হবে। আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। তোমরা আগামীর বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যাপক আশরাফী জাহান, অধ্যাপক নাসির উদ্দীন ,অধ্যাপক ড. নাজমুন নাহার ,অধ্যাপক ফাতেমা হুসাইন ,অধ্যাপক ফাহমিদা মঅধ্যাপক ড. হেমশঙ্কর রায়, অধ্যাপক নীলিমা আফরোজ, সহযোগী অধ্যাপক সাবিনা বেগম, জহিরুল ইসলাম, আব্দুর রশিদ, শামীম মিয়া, আলমগীর কবির, শামসুল হক, শাহ আলম, আলিম আল রাজি , জাকির হোসাইন, আমিনুল ইসলামসহ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তামান্না আক্তার, আলভি হোসেন , সোনিয়া আফরিন ও মৌসুমি পাল এবং ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন শরীর চর্চা শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক বৃন্দ, ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *