বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ মহিউদ্দিন খাঁন রানা, বাবুগঞ্জ প্রতিনিধি।
বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর ৯ নং ওয়ার্ডে মহা পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। উরস শরীফটি হযরত আফসার আলী সিকদার রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আয়োজন করা হয়।
সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ইং, বাংলা ১৯ মাঘ ১৪৩২ তারিখে রহমতপুর ব্রিজের নিচে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। ওলামায়ে কেরামগণ ইসলামের মৌলিক শিক্ষা, আখলাক ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন।
মাহফিল ঘিরে এলাকায় ধর্মীয় পরিবেশের সৃষ্টি হবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে আসা করে এলাকাবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *