তামাক নিয়-ন্ত্রণে নাটাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) সকাল ১১.০০ টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিত ময়মনসিংহ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মিজ্ সুমনা আল মজীদ এর সভাপতিত্বে সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এইচ কে দেবনাথ এর সঞ্চালনায় প্রেজেন্টেশন মাধ্যমে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোছাঃ শিরীন সুলতানা, সিটি কর্পোরেশন রাজস্ব কর্মকর্তা নাসরীন বেগম সেতু, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন, প্রধান হিসাবরক্ষক অসীম কুমার সাহা, ডাঃ সাদিয়া তাসনিম, দীপক কুমার মজুমদার, মোঃ জাবেদ ইকবাল , মোঃ ইফতেখারুল ইসলাম, সাইফুল ইসলাম সহ উশিকার নির্বাহী পরিচালক আব্দুল কুদ্দুস ও নাটাবের প্রজেক্ট ম্যানেজার মোঃ ফিরোজ আহমদ।
উক্ত সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়ন নির্দেশিকা তুলে ধরা হয়।

সভার পাইকারি ও এজেন্সিদের লাইসেন্সের আওতায় আনার পাশাপাশি খুচরা ব্যাবসায়ীদেরকেও খুব দ্রুত তামাকের পৃথক লাইসেন্সিং ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী বাজেটে তামাক নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দ রেখে বিভিন্ন সাইনবোর্ড তৈরি করে, পার্ক, বাসস্ট্যান্ডে, পাবলিক প্লেসে স্থাপন করবেন বলে জানিয়েছেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে তামাক নিয়ন্ত্রণে সচেতনতা মূলক কার্যক্রম চালু করবেন বলে জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *