হেলাল শেখ: ঢাকার আশুলিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা উদ্ধার করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) আশুলিয়া ইউনিট অফিসের তথ্যের ভিত্তিতে সেনা শপিং কমপ্লেক্সের দুটি মুদি দোকান থেকে খাদ্য অধিদপ্তরের মোট ১৫০ বস্তা সরকারি চাল ও ৩২ বস্তা আটা জব্দ করা হয়।
অভিযানকালে সরকারি খাদ্য মজুদ ও বিক্রির অভিযোগে গোপালগঞ্জ স্টোরের মালিক সার্জেন্ট (অব.) সেকেন্দার আলীকে ১লাখ টাকা এবং ফরহাদ স্টোরের মালিক মো. রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি খাদ্য সামগ্রীর অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Leave a Reply